এখানে অনেকগুলো কথা আছে। তুমি খুব স্বাভাবিকভাবেই দেখতে পাবে, তোমার আগ্রহ কেবল একটা নির্দিষ্ট বিষয়ে নয়, একাধিক বিষয়ে থাকতে পারে। তখন তুমি কি করবে?
এটা মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ- তুমি একই সঙ্গে দুটো বড় বড় অলিম্পিয়াডে কখনই “খুব ভালো কিছু” করতে পারবে না। “খুব ভালো” বলতে আমি জাতীয়তে প্রথমদিকে পুরস্কার পাওয়া বা ক্যাম্পে ভালো করা বুঝাচ্ছি।(দুএকজন ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু তারা ব্যতিক্রমই) তবে তুমি একটা অলিম্পিয়াডকে খুব গুরুত্ব দিয়ে এবং সঙ্গে সঙ্গে less priority দিয়ে আরও একটা বা দুটো অলিম্পিয়াড করতে পারো, অবশ্যই পরেরগুলোতে কম পরিশ্রম করে।যেমন নিচের অপশনগুলো বেশ ভালো-
- BdPhO first priority এবং BdMO less priority
- BdPhO first priority এবং BdOAA less priority বা এর উল্টোটা
- BdMO first priority এবং BdOI less priority বা এর উল্টোটা
- BdJSO এবং BdPhO equal priority (SSC/O level এর পর কেবল BdPhO)
- BdJSO এবং BdBO equal priority (SSC/O level এর পর কেবল BdBO)
- BdJSO এবং NEO equal priority (SSC/O level এর পর কেবল NEO)
- BdOAA এবং BdAO equal priority
এখানে উল্লেখ্য যে, তুমি চাইলে একাধিক অলিম্পিয়াডের সাথে BdMO regional লেভেলের টার্গেট রাখতে পারো, এটা অনেকেই করে। কারন আগেই বলেছি, গণিত সবকিছুর মূল। আরেকটা বিষয়, তোমরা যারা খুব ছোট, তারা হয়ত ভাবছ “আন্তর্জাতিক দলে তো বড়রাই যায়, আমি ছোট মানুষ- তাহলে বড় হয়েই সিরিয়াস পড়াশোনা করব।” এটা কিন্তু অনেকাংশে ভুল ধারণা। সব অলিম্পিয়াডেরই দল নির্বাচন পরীক্ষাগুলোতে একজন সিনিয়র ও জুনিয়র কাছাকাছি নম্বর পেলে জুনিয়র শিক্ষার্থীটিকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়। BdJSO এর ক্ষেত্রে এই বিষয়টা আরও সত্য, কারন এটা Junior দেরই অলিম্পিয়াড। এজন্য তুমি যদি BdJSO এর বিষয়ে আগ্রহী হও, আমি উপদেশ দেব ক্লাস নাইন বা টেনে থাকতেই I J SO দলে সুযোগ পাওয়ার চেষ্টা করো। SSC এর পর তোমার বয়স থাকলেও নতুন করে দলে ঢোকাটা কঠিন হবে।
এরপরও যদি মনে হয়,”আমি তো সবকিছুই পারি, সবকিছুই করব”, তাহলে শুনে রাখ- প্রথমে তোমার নিজেকে all-rounder মনে হলেও হতে পারে। কিন্তু একটা সময়এ এসে এটা মনে হবে, ”Jack of all trades, Master of none.” এই কষ্ট মেনে নেওয়া কিন্তু খুব কঠিন।