Contact Us

অলিম্পিয়াডে আসার পর সবারই প্রথম প্রথম অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু বুঝে উঠতে একটু সময় লাগে। আমরাও এটা একটা সময় এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তবে মনে রাখবে এটা শেখারই একটা অংশ। আস্তে আস্তে জানার চেষ্টা করতে থাকবে, বড়দের প্রশ্ন করবে, বা নিজে নিজেই ইন্টারনেট থেকে ঘাঁটাঘাঁটি করে দেখবে- অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে।

আমরা গাইডলাইন ব্লগ হিসেবে পোস্টেও অনেক কিছু জানানোর চেষ্টা করতে থাকবো। কিন্তু এসবের বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, বা ওয়ার্কশপ নিয়ে কিছু জানার থাকে, তবে সবচেয়ে ভালো হয় তোমরা এখানে সেটা লিখে জানাতে পারো। ওয়ার্কশপগুলো তোমাদের জন্যই আয়োজন করা হয়, এই ওয়েবসাইটের উদ্দেশ্যও একই। তোমাদের চাওয়াগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া তুমি যদি আমাদের এখানে ব্লগে পোস্ট করতে চাও, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 
 
তোমাদের যেকোনো প্রশ্ন বা মতামত নিচের ফর্মে পূরণ করে দাও। যদি তুমি চাও যে আমরা তোমার সাথে তোমার জিজ্ঞাসা নিয়ে যোগাযোগ করি, তাহলে দ্বিতীয় ঘরে ইমেইল আইডিটাও দিয়ে দাও।